বোগোতা: কলম্বিয়ান বামপন্থী বিদ্রোহী গেরিলা নেতা আলফানসো কানো নিহত হয়েছেন। তিনি কলম্বিয়ার নিষিদ্ধ ঘোষিত গেরিলা সংগঠন ফার্কের প্রধান নেতা ছিলেন।
জুয়ান কার্লোস পিনজন বলেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অপারেশনে আলফানসো কানো মারা গিয়েছে। ফার্ক বিদ্রোহীদের সমূলে নিধন করা হবে। ’
এর আগে কলম্বিয়ার সরকার কানোর যেকোনো সংবাদ কেউ দিতে পারলে তাকে চল্লিশ লাখ ডলার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল।
চলতি বছরে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ফার্কের অনেক নেতাকর্মী নিহত এবং গ্রেপ্তার হয়েছেন।
সেনাবহিনীর অপারেশনের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। তবে কিছু রিপোর্টে বলা হচ্ছে, বিমান থেকে নিক্ষেপিত বোমার আঘাতে কানো মারা গেছেন।
৬৩ বছর বয়সী আলফানসো দীর্ঘদিন ধরেই কলম্বিয়ার জঙ্গলে তার দলবল নিয়ে আশ্রয় নিয়ে ছিলেন। তার আসল নাম গুইলেরমো লিওন সানজ্।
সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘তার আঙ্গুলের ছাপের মিল পাওয়া গেছে। ’
রাজ্য সরকার প্রধান গঞ্জালেস মসকিউরা বলেন, ‘ফার্কের বিরুদ্ধে যুদ্ধের চরম মুহুর্তে আসা গেল শেষ পর্যন্ত। ’
সেনাবহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, কানোর মৃতদেহ পাপুয়া প্রদেশের রাজধানী কাউকাতে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১