ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লারেদোতে পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
লারেদোতে পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক লারেদোতে পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক-সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সীমান্তবর্তী লারেদো শহরে পাঁচ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। 

সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বলছেন, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রিও গ্রান্ডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অবৈধ অভিবাসীদের আটক করা হয়।  

তাদের জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে, আটক হওয়া অবৈধ অভিবাসীরা বাংলাদেশের নাগরিক।

 

এ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী পারাপারের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে লারেদো সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।  

চলতি বছর এ পর্যন্ত ৬০৯ জন বাংলাদেশিকে এ সীমান্তে আটক করা হয়েছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮  
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।