নয়াদিল্লি: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পাঠানো বাহিনী ভারতীয় সেনাদের লক্ষ্যবস্তু করারও নির্দেশ পেয়েছিলো। যুদ্ধকালীণ অত্যন্ত গোপণীয় কিছু নথি সম্প্রতি প্রকাশিত হলে তাতে এর উল্লেখ রয়েছে।
এতে বলা হয়েছে সে সময় নিক্সন প্রশাসনের পাঠানো মার্কিন নৌবহরের অন্তত তিনটি ব্যাটেলিয়নকে রাখা হয় ভারতীয় বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আর ইউএসএস এন্টারপ্রাইজ নামে একটি এয়ারক্রাফটকে নির্দেশ দেওয়া হয়েছিলো ভারতীয় সেনা স্থাপনাগুলো হামলা চালাতে।
তবে এ হুমকি সত্ত্বেও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে পিছ পা হননি।
নতুন প্রকাশিত নথিতে ইন্দিরা গান্ধীর মার্কিন বিরোধী সাহসী ও কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে পাকিস্তান আত্মসমর্পন করার সিদ্ধান্ত নেওয়ার পরেও যুক্তরাষ্ট্র তা প্রায় এক দিন আটকে রাখে। এনিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা চালাচালির বিষয়ও এসেছে নতুন প্রকাশিত নথিতে।
এতে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য সপ্তম নৌবহর পাঠানো হয়েছিলো জনসমক্ষে এমন কথা বললেও, প্রকৃতপক্ষে মার্কিনীদের উদ্দেশ্য ছিলো ভারতের ওপর আক্রম চালানো। এছাড়াও ভারত ও পাকিস্তানে সামরিক সরঞ্জাম ও সহায়তা প্রদানে নিষেধাজ্ঞা সত্ত্বেও সেসময় নিক্সন সরকার পাকিস্তানকে অস্ত্র দিয়ে যাচ্ছিলো।
বাংলাদেশ সময় ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১