ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ‘বোকো হারামের’ বোমা হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ৫, ২০১১
নাইজেরিয়ায় ‘বোকো হারামের’ বোমা হামলায় নিহত ৬৩

দামাতুরু: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দামাতারুতে শুক্রবার সন্ধ্যায় ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সিরিজ বোমা হামলা এবং গুলিতে অন্তত ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ লোক।



আন্তর্জাতিক সংস্থা রেডক্রস এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা গির্জা এবং ইয়োবে রাজ্য পুলিশের সদর দপ্তরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

সশস্ত্র হামলার রাতের পরদিন শনিবার বহু লোক ওই শহর ছেড়ে অন্যত্র চলে গেছে।

দামাতুরুতে নাইরেজিয়ার রেড ক্রস কর্মকর্তা ইব্রাহিম বুলামা গণমাধ্যমে বলেন, সেখানে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, অন্যান্য স্থানে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে হাসপাতালের মর্গ ঘুরে আসা লোকজন গণমাধ্যমকে জানান, তারা সেখানে ৯২ জনের লাশ দেখেছেন।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকারের একজন কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানান, বোমা হামমলায় আহত শতশত লোক হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার দায়দায়িত্ব স্বীকার করে ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারাম একটি সংবাদপত্রকে জানায়, এ হামলা পরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল সরকার।

একজন মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এ হামলায় ‘অত্যন্ত বিপর্যস্ত’ এবং তার সরকার ‘দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য’ কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে।

মাইদিগুরি শহরের কাছে নিরাপত্তাবাহিনীর সিরিজ বোমা হামলার জন্যও বোকো হারামকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নাইজেরিয়ার পতিশকুম শহরেও বোমা হামলা চালানো হয়েছে।

একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক গণমাধ্যমকে বলেন, হামলায় দামাতুরুর গির্জা ধ্বংস্তূপে পরিণত হয়েছে এবং আরও ৮টি গির্জায় হামলা চালানো হয়েছে।

তিনি জানান, একদল যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় গির্জায় বোমা নিক্ষেপ করে।

দামাতুরুর এ হামলা পার্শ্ববর্তী বোর্নো রাজ্যের রাজধানী মাইদিগুরির সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলারই ধারাবাহিকতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় চালানো এ হামলা প্রায় ৯০ মিনিট স্থায়ী ছিল। এ সময় বন্দুকধারীর নিরাপত্তাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধে হামলাকারীদের তিনজন নিহত হয়েছে।

প্রসঙ্গত, ‘বোকো হারাম’-এর অর্থ ‘পশ্চিমা শিক্ষা অবৈধ’। উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একটি শরীয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছুদিন যাবত সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইসলামপন্থি এ জঙ্গি সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।