ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুক্তির জন্য প্রতিদিন বার্তা দেয় যুক্তরাষ্ট্র: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
চুক্তির জন্য প্রতিদিন বার্তা দেয় যুক্তরাষ্ট্র: রুহানি হাসান রুহানি

ঢাকা: নতুন একটি চুক্তির জন্য প্রতিদিন ইরানকে বার্তা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ মন্তব্য করেছেন। 

শনিবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় এ মন্তব্য করেন রুহানি।  

চলতি বছরের মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তারপর থেকেই দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ সম্পর্কের আরও অবনতি হয় গতমাসে। সে মাসে নতুন করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  

টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় রুহানি বলেন, একদিকে তারা ইরানের জনগণের ওপর চাপ প্রয়োগ করছে। অপরদিকে বিভিন্ন উপায়ে আমাদের বার্তা পাঠাচ্ছে তারা। এও বলছে, আমরা যেন এগিয়ে আসি ও চুক্তিতে মিলিত হই।  

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সেখানে চুক্তি করা উচিত তারা এ কথা বলেন। আমরা এ ইস্যুর সমাধান চাই। আমাদের কি আপনাদের পাঠানো বার্তা দেখা উচিত? নাকি আপনাদের নিষ্ঠুর কার্যক্রম দেখা উচিত।  

তেহরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জোর দিয়ে আসছে ওয়াশিংটন। এছাড়াও সিরিয়া ও ইরাকে তেহরানের সামরিক সহায়তা থেকে সরে দাঁড়ানোর আহ্বানও জানিয়ে আসছে তারা।  

এদিকে বলা হচ্ছে, চলতি বছরের নভেম্বরে ফের ইরানের তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।  

২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি করে ইরান। সে চুক্তিতে যুক্তরাষ্ট্রও ছিল। চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক প্রকল্প শিথিল করলে, দেশটির ওপর ধীরে ধীরে নিষেধাজ্ঞা কমিয়ে আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।