নয়াদিল্লি: মা কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে সহেযাগিতা করতে শিগগির দলের কার্যকরী সভাপতি হতে পারেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্র মতে এতথ্য জানা যায়।
কংগ্রেসের একজন সিনিয়র নেতা বলেন, ‘রাহুলজির জন্য আরও বেশি দায়িত্ব পালন এখন সময়ের ব্যাপার মাত্র। এর মধ্যে কোনো যদি নেই। ’
তিনি আরও বলেন, ‘সেনিয়াজি এবং রাহুলজির যে ধরন তাতে ঠিক দিনক্ষণ বলা যাচ্ছে না। এটা খুব তারাতারিও হতে পারে। কিন্তু কেউ বলতে পারে না কত তারাতারি। ’
সোনিয়া গান্ধী মাত্র তিনমাস আগেই যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। যদিও পার্টি বা সরকার থেকে তার রোগের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে কিছু অসমর্থিত সূত্রে জানা যায়, সোনিয়া ক্যান্সার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। ধারনা করা হচ্ছে, এই কারণেই রাহুল গান্ধীকে পার্টির কার্যকরী সভাপতি করে নিজে অবসরে চলে যাচ্ছে সোনিয়া গান্ধী।
৪১ বছর বয়সী রাহুল গান্ধী বর্তমানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দলের সাধারণ সম্পাদক। এছাড়াও আমেথি অঞ্চলের দ্বিতীয় বারের নির্বাচিত লোকসভা সদস্য তিনি।
পার্টির অন্য এক নেতা জানান, ‘রাহুলের ব্যাপারে সিদ্ধান্ত আসবে মূলত পরিবার থেকে। তবে রাহুল গান্ধী ,সোনিয়া গান্ধী এবং সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা ভদ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতেই মূলত সবকিছু চুড়ান্ত হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১