ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭ প্যারিসে ছুরিকাঘাতে সাতজন আহত হয়েছেন

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরিকাঘাতে সাতজন আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ছুরিসহ এক আফগান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের একটি ক্যানেলের তীরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছুরিকাঘাতের ঘটনায় আহতদের মধ্যে দু’জন ব্রিটিশ পর্যটক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই আফগান ব্যক্তি আগন্তুকের মতো দুইজন পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করেন। পাশেই থাকা কিছু মানুষ তার দিকে বল ছুড়ে তাকে থামানোর চেষ্টাও করে। এরপর হামলাকারী পালিয়ে যান। পরে তিনি দু’জন ব্রিটিশ পর্যটকের ওপরও হামলা চালান।  

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে এ ঘটনা নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি।   

তবে ফ্রান্সের পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততা নেই।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।