ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ সাত তালেবান জঙ্গিকে অভিযুক্ত করেছেন আদালত।
দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালতে শনিবার তাদের অভিযুক্ত করা হয়।
সরকারি কৌঁসুলী চৌধুরী আজহার একটি আর্ন্তজাতিক গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা এবং ৫ জন তালেবান জঙ্গি রয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার মাত্র কয়েক দিন পরেই ২০০৭ সালে ২৭ ডিসেম্বর বোমা হামলায় নিহত হন বেনজির।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে জেলে পাঠানো হয়নি।
আদালতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের একজন বেনজির হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান সাউদ আজিজ এবং অপরজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা খুররম শাহজাদ।
তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সময় বেনজির ভুট্টোকে যথাযথ নিরাপত্তা দিতে গাফলতির অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত অপর ৫ জন তালেবান সদস্যের বিরুদ্ধে আতœঘাতী হামলাকারীকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকা থেকে ইসলামাবাদে নিয়ে আসা এবং তাকে ইসলামাবাদের একটি বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
রাজধানী ইসলামাবাদের অদূরে অবস্থিত সামরিক গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির একটি সুরক্ষিত কারাগারের ভেতরে এই বিশেষ আদালত স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১