ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, নভেম্বর ৫, ২০১১
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটক করল ইসরায়েল

তেল আবিব: ইসরায়েলি অবরোধ ভেঙ্গে গাজা অভিমুখী ফিলিস্তিনপন্থী দুুটি ত্রাণবাহী নৌযানকে ইসরায়েলি নৌবাহিনির সদস্যরা আটক করেছে।

গাজা অভিমুখে যাত্রাকারী কানাডিয়ান জাহাজ তাহরীর এবং আইরিশ জাহাজ এমভি সার্সিকে গাজার উপকূল থেকে শুক্রবার রাতে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়।



এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছিল জাহাজ দুটি গাজার অবরোধ ভাঙ্গার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হবে।
 
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, জাহাজ দুটিকে ইসরায়েলি নৌবাহিনি আটক করে দক্ষিণ ইসরায়েলি নৌবন্দর আশদোদে নিয়ে যায়।

জাহাজদুটিতে থাকা বিভিন্ন দেশের মোট ২৭ জন আরোহীকে কর্তৃপক্ষের হাতে সোপর্দ করা হয়। এরপর র্কতৃপক্ষ তাদের রাজধানী তেল আবিবের অদূরের একটি আটক কেন্দ্রে নেওয়া হয়।

নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত তাদের সেখানে আটকে রাখা হবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, জাহাজে থাকা মানবাধিকার কর্মীরা বলেছে গত ৪ বছর ধরে অন্যায় ভাবে গাজার উপর আরোপিত ইসরায়েলি   অবরোধ ভাঙ্গার জন্য গৃহীত কর্মসূচী ‘ফ্রিডম ওয়েভ’ এর অংশ হিসেবে তারা এই সমুদ্র যাত্রায় অংশ নিয়েছিল।

শনিবার জাহাজে থাকা কর্মীদের অন্তর্ভুক্ত একজন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম কর্মী তাদের জাহাজে ইসরায়েলি নৌবাহিনির হামলা করার ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ‘টেসার গান এবং জলকামান সজ্জিত সেনারা শুক্রবার রাতে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে জাহাজে উঠে পড়ে। কিন্তু যখন তারা উপলব্ধি করে আরোহীরা অহিংস তখন তারা নিরস্ত্র হয় এবং জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে তাদের ইসরায়েলে নিয়ে যায়। ’

জাহাজ দুটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ক্র সহ ৯টি দেশের মোট ২৭ জন আরোহী ছিল।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।