ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘৯/১১’র ১৭ বছর পর আবার চালু নিউইয়র্কের সেই রেল স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
‘৯/১১’র ১৭ বছর পর আবার চালু নিউইয়র্কের সেই রেল স্টেশন টুইন টাওয়ার হামলার ধ্বংসস্তুপ থেকে পুনরুদ্ধার করা নতুন ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন, ছবি: সংগৃহীত

ঢাকা: নিউইয়র্কে টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতিহাসের অন্যতম জঙ্গি হামলা ‘৯/১১’ এর ১৭ বছর পর আবার চালু করা হয়েছে ধ্বংসস্তুপে চাপা পড়ে যাওয়া সেখানকার পাতাল রেল স্টেশন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যাত্রীবাহী দুটি প্লেনের আঘাতে ধসে পড়েছিল টাওয়ারটি। এতে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়।

এসময় টাওয়ারের ধ্বংসস্তুপে চাপা পড়েছিল ওই স্টেশনটি।

সে সময় এটির নাম ছিল কোর্টল্যান্ড স্ট্রিট। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মরণে নতুন করে ‘ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন’ নামে চালু করা হলো।

শনিবার (০৮ সেপ্টেম্বর) স্টেশনটি চালু করা হয়। এরপর দুপুরে স্টেশনটি থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়। এসময় লোকজন ট্রেনটিকে স্বাগত জানায় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। টুইন টাওয়ারে ইতিহাসের অন্যতম জঙ্গি হামলা, ছবি: সংগৃহীতনিউইয়র্ক সিটির মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) চেয়ারম্যান জো লোতা বিবৃতিতে জানিয়েছেন, স্টেশনটি এখন সাবওয়ে নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এছাড়া স্টেশনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাইট পুনরুদ্ধারের প্রতীক। উল্লেখযোগ্য একটি সমাধান এটি চালু করা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।