লন্ডন: ইংল্যান্ডে শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ৪৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।
শনিবার সকালে স্থানীয় পুলিশ জানায়, ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি হাইওয়েতে সংঘটিত এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭টি গাড়ি এবং ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় একটি সংবাদপত্র শনিবার জানায়, ইংল্যান্ডের সমারসেট কাউন্টির ব্রিজওয়াটার এলাকার কাছে এম-৫ জাতীয় মহাসড়কটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ঘণ্টাব্যাপী ঘনবৃষ্টিপাতের পর পরই প্রবল কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এ গাড়িগুলো দুর্ঘটনা কবলিত হয়।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে দুটি বড় ট্রাক এবং দুটি গাড়িতে এসময় আগুন ধরে যায়। দমকল কর্মীরা এ সব যানবাহন কেটে এর ভেতর আটকা পড়া মানুষদের উদ্ধার করে।
সমারসেটের ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, এটি ইংল্যান্ডের ইতিহাসে স্মরণাতীতকালের মধ্যে সংঘটিত ভয়াবহ এব সড়ক দুর্ঘটনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আশেপাশের ১৫টি এলাকা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ডাকা হয় বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
দুর্ঘটনার কারণে এম-৫ এর দুর্ঘটনা কবলিত লেনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এছাড়া অপর লেনে যানবাহনের অত্যধিক ভিড়ের কারণে ২০কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১