ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধনীদের সংখ্যা বৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ধনীদের সংখ্যা বৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ প্রতীকী ছবি

ঢাকা: ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ওয়েলথ-এক্সের প্রকাশিত ‘ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েলথ রিপোর্ট-২০১৮’য় এ তথ্য উঠে আসে। বিশ্বের সম্পদশালী ও উচ্চ সম্পদশালীদের নিয়ে বাজার গবেষণা ও বিভিন্ন তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি।

বার্ষিক এ প্রতিবেদনে বলা হয়, এদেশে উচ্চ সম্পদশালী মানুষের সংখ্যা বৃদ্ধির হার ১৭ দশমিক ৩ শতাংশ। এছাড়াও দ্রুত নগরায়ন, অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারত প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে।

যাদের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি মার্কিন ডলার বা তারও বেশি, তাদের আল্ট্রা হাই নেট ওর্থ (ইউএইচএনডব্লিউ) বা উচ্চ সম্পদশালী হিসেবে ধরা হয়। ২০১২ থেকে ২০১৭ সালে এ ধরনের ধনীর হার বাড়ায় শীর্ষ ১০টি দেশ হচ্ছে, বাংলাদেশ (১৭ দশমিক ৩ শতাংশ), চীন (১৩ দশমিক ৪ শতাংশ), ভিয়েতনাম (১২ দশমিক ৭ শতাংশ), কেনিয়া (১১ দশমিক ৭ শতাংশ), ভারত (১০ দশমিক ৭ শতাংশ), হংকং (৯ দশমিক ৩ শতাংশ), আয়ারল্যান্ড (৯ দশমিক ১ শতাংশ), ইসরায়েল (৮ দশমিক ৬ শতাংশ), পাকিস্তান (৮ দশমিক ৪ শতাংশ), যুক্তরাষ্ট্র (৮ দশমিক ১ শতাংশ)।    

ধনীর হার বাড়ায় শীর্ষ ১০টি দেশ

বিশ্বে উচ্চ সম্পদশালী মানুষের সংখ্যা ২০১৭ সালে অত্যন্ত বেড়ে (১২ দশমিক ৯ শতাংশ, বা ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন) যায়। এদিকে ২০১৬ সালে তা বৃদ্ধি পায় ৩ দশমিক ৫ শতাংশ।   

সম্পদশালী বেশি এমন শীর্ষ ১০ দেশতবে উচ্চ সম্পদশালীদের সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকার শীর্ষ ১০ দেশ যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, কানাডা, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইতালি।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮  
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।