ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে গাড়ি তুলে দিয়ে পথচারীকে ছুরিকাঘাত, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
চীনে গাড়ি তুলে দিয়ে পথচারীকে ছুরিকাঘাত, নিহত ১১ পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ইয়াং নামের এক চালক

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলে একটি ব্যস্ত চত্ত্বরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ইয়াং নামের এক চালক। এরপর তাদের ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনায় ১১জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৪৪জন।  

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা যায়, সমাজের ওপর প্রতিশোধ নিতেই ওই ব্যক্তি এ কাণ্ড ঘটিয়েছিল।

 

সরকারের বিবৃতিতে বলা হয়, বুধবার (১২ সেপ্টেম্বর) হুনান প্রদেশের হেনজিয়াং শহরের একটি ব্যস্ত চত্ত্বরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ইয়াং। তারপর ছুরি ও কোদাল দিয়ে তাদের ওপর হামলা চালায়।  

সরকারের বিবৃতিতে বলা হয়, চালক ইয়াংয়ের বিরুদ্ধে এর আগে মাদক বিক্রি, চুরি, জনতার ওপর হামলার অপরাধের রেকর্ড রয়েছে। এসব কারণে তিনি ‘সমাজের ওপর প্রতিশোধ’ নিতে হামলা চালান। তাকে আটক করা হয়েছে।  

সরকারের প্রাথমিক বিবৃতিতে তিনজনের নিহতের খবর দেওয়া হয়। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়।  

সন্ত্রাসবাদের সঙ্গে এ হামলার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।