কাবুল: আফগানিস্তানে একটি মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আফগানিস্তানের বাঘলান প্রদেশে এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রাদেশিক কর্তৃপক্ষ।
পুরাতন বাঘলান শহরের একটি মসজিদ থেকে ঈদের নামাজ আদায় করে বের হওয়ার পরপরই এই বোমা হামলা চালানো হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, ‘একজন পুলিশ অফিসারসহ মোট ছয়জন মারা গেছে বোমা হামলায়। আহতের সংখ্যা অন্তত ১২ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ’
বাঘলান পুলিশ প্রধান আসাদউল্লাহ সিরজাদ বলেন, ‘স্থানীয় সময় বেলা সাড়ে নয়টার দিকে বোমা হামলা হয়। হামলাকারীরা পায়ে হেটে এসে হামলা চালায়। ’
হামলার জন্য প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে আফগান তালেবানদের।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১