ব্যাংকক: থাইল্যান্ডের চলতি বন্যায় মোট পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে। বিগত পঞ্চাশ বছরের মধ্যে থাইল্যান্ডে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি।
সরকারিভাবে বলা হচ্ছে, বন্যায় মৃতের সংখ্যা ৫০৬ জন। যদিও বন্যার কারণে ব্যাংককে কেউ মারা গেছে কিনা সরকারি ভাবে তা জানানো হয়নি।
উত্তর ব্যাংককের পানিতে কালো বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো এখনও পানির তলায়। রাজধানীর ট্রেন চলাচল ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এছাড়াও ব্যাংককের সবগুলো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পানিতে তলিয়ে যাবার কারণে।
ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বন্যা উপদ্রুত এলাকায় সফরে গেছেন। বন্যা পরিস্থিতি দ্রুত সামলে উঠতে ১০০ বিলিয়ন বাথের প্রাথমিক বাজেট ঘোষণা করা হয়েছে দেশটিতে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১