নয়াদিল্লি: পুলিশ বিভাগে যোগ দিয়ে এবার বিশ্বরেকর্ড গড়েছেন এক ভারতীয় নারী। মানুস্মৃতি নামের এই আইপিএস অফিসার চতূর্থ প্রজন্ম হিসেবে পুলিশ বিভাগে যোগ দিলেন।
দিল্লির সেন্ট স্টেফেনস কলেজ ও লন্ডন স্কুল অব ইকোনমি থেকে পড়াশুনা শেষে ভারতীয় পুলিশ বিভাগে যোগ দিয়ে নিজের পরিবারের ৯০ বছরের ঐতিহ্যই ধরে রাখলেন মানুস্মৃতি।
এর আগে বিশ্বের আর একটি মাত্র পরিবারই এ ধরনের রেকর্ড গড়ে। এটি কানাডার ভ্যানকুভারের ঘটনা। তবে ওই পরিবারের সদস্যদের পুলিশ হওয়ার ইতিহাস ৮২ বছরের। ভ্যানকুভারের ওই রেকর্ডধারীর নাম ডেভিড স্টুয়ার্ট।
মানুস্মৃতি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ২০০৯ ব্যচের সদস্য। তার বাবাও একজন আইপিএস অফিসার। যেটিও একটি বিরল ঘটনা। বাবা কলমেন্দ্র প্রসাদ ১৯৮১ ব্যাচের আইপিএস। বর্তমানে তিনি দিল্লিতে ন্যাশনাল ক্রিমিনোলোজি এন্ড ফরেনসিক সায়েন্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানুস্মৃতির দাদাভাই (পিতামহ) অরবিন্দ প্রসাদ ১৯৫২ সালে বিহার পুলিশের উপ-পরিদর্শক হিসেবে যোগ দেন এবং ১৯৮৮ সালে অতিরিক্ত পুলিশ অফিসার হিসেবে অবসরে যান। আর তার প্র-পিতামহ হরিহর প্রসাদ বর্মা ১৯২১ সালে ব্রিটিশ শাসনামলে বিহার পুলিশের একজন কনস্টেবল হিসেবে যোগ দেন।
বাংলাদেশ সময় ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১