ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ঈদের দিনেও হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ৬, ২০১১
সিরিয়ায় ঈদের দিনেও হামলা

হোমস: সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের দিনেও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলায় অন্তত ২৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানায় বিক্ষোভকারীরা।



সিরিয়ার পশ্চিমের শহর হোমসে সরকার বিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনী ট্যাংক হামলা করে। এসময় হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়াও আলেপ্পো, দারা, হামাতেও বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়।

নিহতের সংখ্যা যদিও নিশ্চিত করা যায়নি। কারণ সিরিয়ায় বর্হিবিশ্বের গণমাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধ।

সিরিয়ায় বিগত আট মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।