জয়পুর: ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা ভদ্র। মা-মেয়ে দুজনেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রিয়াঙ্কা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে।
কিন্তু প্রতি বারই প্রিয়াঙ্কাকে বাঘ দেখতে না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হয় নিজের ডেরায়। তবে শনিবার প্রিয়াঙ্কা তার সন্তানকে নিয়ে পার্কে গেলে হুট করেই দেখা পেয়ে যান এতোদিনের কাঙ্খিত বাঘের।
ওই পার্কের একজন কর্মকর্তা জানান, শুক্রবার রাতে প্রিয়াঙ্কা তার সন্তানসহ সাওয়াই মাধুপুরে পৌঁছান। খুব কাছ থেকেই তারা তিনবার বাঘ দেখার সুযোগ পান। ’
প্রিয়াঙ্কা গান্ধীর ঘণিষ্ঠ সূত্র জানায়, ‘গান্ধী-নেহেরুর এই বংশধর পার্কে প্রায় সাড়ে তিনঘণ্টা কাটান। গ্রুপের অন্য সদস্যদের রোববার পার্কের গেস্ট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। কারণ গেস্ট হাউসের কক্ষ বরাদ্দ করা আছে সোমবার পর্যন্ত। ’
পার্কটিতে মোট ৪১টি বাঘের বসবাস। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়ে এই বাঘগুলো ছেড়ে দেওয়া হয় এই পার্কে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১