ঢাকা: হিল্টন ফোর্ড লডারডেল বীচ রিসোর্টকে সামনের বছরের ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা)র বাংলাদেশ সম্মেলনের ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এরপাশেই হিল্টন মেরিনা সুপার লাক্সারি হোটেলকেও সম্মেলনের অতিথিগণের থাকার জন্যে রিজার্ভ করা হয়েছে।
এ হোটেলে যত আগে বুকিং দেওয়া যাবে তত ডিসকাউন্ট পাবেন অতিথিরা। সম্মেলন কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান জানিয়েছেন, সামনের লেবার ডে উইকেন্ডে ২৬তম ফোবানার বাংলাদেশ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে।
বাংলাদেশের খ্যাতনামা লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কবি, সমাজকর্মী এবং শিল্পীরা যোগ দেবেন এ সম্মেলনে। এছাড়া কানাডা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকেও সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবীরাও নিজ নিজ অনুষ্ঠান নিয়ে সম্মেলনে আসবেন।
এ সম্মেলনে বাংলাদেশ ও প্রবাসের সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হবে নিজ নিজ বিষয়ে এক্সপার্টগণের অংশগ্রহণে। একসঙ্গে গড়বো মোরা আলোকিত সমাজ-শ্লোগানে উজ্জীবিত হয়ে এ সম্মেলনের হোস্ট সংগঠন হচ্ছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা।
সম্মেলন কমিটির সদস্য সচিব মুজিবউদ্দিন জানিয়েছেন, কম্যুনিটির সর্বস্তরের লোকজনের মধ্যে এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহউদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সম্মেলনের অতিথি নির্বাচন ও আমন্ত্রণ জানানোর জন্যে সম্মেলন কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ঢাকায় যাচ্ছেন ১৪ নভেম্বর।
বাংলাদেশ সময়: ১৬৫৭, ঘণ্টা,, নভেম্বর ০৭, ২০১১