ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হরিদ্বারে পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, নভেম্বর ৮, ২০১১
হরিদ্বারে পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু

ঢাকা: হিন্দুদের অন্যতম তীর্থস্থান ভারতের হরিদ্বারে পদপিষ্ট হয়ে ১৬ মারা গিয়ে গিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।



এ মর্মান্তিক ঘটনা ঘটে হরিদ্বারের চান্দদ্বীপ এলাকার গায়ত্রী মহাকুম্ভে। বিপুল সংখ্যক ভক্ত শান্তিকুঞ্জ আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য ভীড় ঠেলে এগুনোর চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

ওই আশ্রমের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রীরাম শর্মার শতবর্ষ অনুষ্ঠান তারা যোগ দিতে গিয়েছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীর্থ অনুষ্ঠানে কয়েক লাখ ভক্তের সমাগম ঘটেছিল। প্রতি ১২ বছর অন্তর এ মহাকুম্ভ অনুষ্ঠান হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭২২, নভেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।