ঢাকা: বিমান চালক ও কেবিন ক্রু স্পল্পতার কারণে কিংফিসার এয়ারলাইন্সের ১২টি ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার দিল্লি থেকে দেশের অন্যান্য গন্তব্যে এ সব উড়ান বাতিল করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭, নভেম্বর ০৮, ২০১১।