কানস: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে একজন মিথ্যাবাদী বলে অখ্যা দিয়েছেন।
ফ্রান্সের কানসে জি-৮ সম্মেলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্তে আলাপচারিতার সময় তিনি এ মন্তব্য করেন।
গার্ডিয়ান জানিয়েছে, ফ্রান্সের কানসে জি-৮ সম্মেলন চলাকালীন সময়ে সরকোজির মাইক্রোফোন অন ছিল। সেটা তিনি খেয়াল না করায় সাংবাদিকরা তাদের এ একান্ত আলাপচারিতা শুনতে পান।
ফ্রান্সের ওয়েবসাইট অ্যারেট সার ইমেজে প্রথমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়ে ফ্রান্সের ভোট দেওয়ার পরিকল্পনা ওবামাকে আগেই না জানানোয় তিনি সারকোজির সমালোচনা করেন।
এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের আলাপচারিতার পুরো সময়ই নেতানিয়াহুর সমালোচনা করা হয়। সারকোজি বলেন, আমি তাকে বুঝতে পারি না, সে (নেতানিয়াহু) আসলে একজন মিথ্যুক।
জবাবে ওবামা বলেন, আপনি তার প্রতি বিরক্ত, কিন্তু আমাকে প্রতিদিনই তাকে সামলাতে হয়।
তাদের এ একান্ত আলাপ আলোচনা সেখানে উপস্থিত প্রায় ৬/৭ জন সাংবাদিক শুনে ফেলে। রয়টার্সের এক সাংবাদিক প্রথমে তাদের এ আলাপচারিতার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১