তেহরান: ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে শক্ত প্রমাণ পেয়েছে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এতে তারা তারা উদ্বেগও প্রকাশ করেছে।
সম্প্রতি সংস্থাটি তার এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরিতে কাজ করে আসছে। প্রতিবেদনে এ ধরণের খবরকে ‘বিশ্বাসযোগ্য’ বলে অভিহিত করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ফলে বিশ্বে যে সামরিক ভিন্নতা সৃষ্টি হবে তা নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন।
প্রতিবেদনে পওয়া তথ্যগুলো অত্যন্ত সতর্কতা এবং পুঙ্খনাপুঙ্খভাবে বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে পাওয়া তথ্যগুলো অত্যন্ত ‘বিশ্বাসযোগ্য’। প্রতিবেদনের তথ্যগুলোই নির্দেশ করে যে, ইরান পরমাণু বিস্ফোরক যন্ত্রপাতি এবং অস্ত্রগুলোর উন্নতির জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
সংস্থাটি বলছে, প্রকাশিত তথ্যে দেখা যায় অত্যন্ত পরিকল্পিত কর্মসূচির মাধ্য দিয়ে ২০০৩ সালের আগেই ইরান এ ধরণের কাজ চালিয়ে আসছে এবং এখনও তারা সেই কাজের কিছু এখনও চালিয়ে যাচ্ছে।
ভিয়েনা ভিত্তিক একটি সংস্থাটি বলছে, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে ইরান তাদের দেশিয় নকশায় পরমানু অস্ত্রের উন্নয়ন করছে। এমনকি পরমানু অস্ত্রের বিভিন্ন উপাদানের পরীক্ষাও ইরান করছে।
এদিকে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যবেক্ষণ করছে। ইরান আইএইএর নতুন রিপোর্টটি প্রত্যক্ষ করে বলেছে, রিপোর্টটি ডাহা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১