বেইজি: জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলকে ইরানের ‘আন্তরিকতা’ দেখানো উচিৎ এবং ‘দৃঢ়ভাবে সহযোগিতা করা’ উচিৎ।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) মঙ্গলবার এই দাবি করার পর চীন ইরানকে ওই দিনই এই আহবান জানায়।
ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আইএই’র গোয়েন্দা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে ইরানের পরমাণু তৈরিতে সহযোগিতার বিষয়টি খুঁজে পেয়েছে সংস্থাটি।
সংস্থাটি তার প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণৃ অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ফলে বিশ্বে যে সামরিক ভিন্নতা তৈরি হবে সেব্যাপারে তারা উদ্বিগ্ন।
কূটনীতিকরা এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে গত মাসে জানিয়েছিলেন, ইরানের পরমাণৃ অস্ত্র কর্মসূচির বিষয়টিকে আইএইএকে সহজভাবে নিতে অথবা প্রতিবেদন প্রকাশের আগে এটাকে ইস্যু না করতে বলেন।
উল্লেখ্য, চীন এবং রাশিয়া ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই মঙ্গলবার সাংবাদিকদের জানান, পরমাণু কর্মসূচির বিষয়ে ইরানকে ‘নমনীয়তা’ দেখানোর পাশাপাশি দৃঢ়ভাবে ‘সহযোগিতা করা’ উচিৎ।
একইসঙ্গে হোং লেই আইএইএকে ‘সঠিক এবং নিরপেক্ষভাবে’ তদন্তের আহবান জানিয়েছেন। হোং লেই আরও জানান, চীন পরমাণু অস্ত্র বিস্তারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেকোন দেশের পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মসূচির বিরোধী।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১