ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে’-এস এম কৃষ্ণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ৯, ২০১১
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে’-এস এম কৃষ্ণা

নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বুধবার বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে, ‘বিশ্বাস ঘাটতি’ ছিল তা কেটে যাচ্ছে। তিনি প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভারতের সুসম্পর্কেরও সুস্পষ্ট ঈঙ্গিত দিয়েছেন।



মালদ্বীপের আদ্দু শহরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলনের প্রতিনিধিদলের নেতৃত্বদানকালে তিনি এসব কথা বলেন। বিমানে তিনি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বিশ্বাস ঘাটতির বিষয়টি কেটে যাচ্ছে। ’

ওই বার্তা সংস্থার খবরে কৃষ্ণার উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুই দেশের মধ্যে ‘অত্যন্ত অনুকূল পরিবেশের’ কথা উল্লেখ করে কৃষ্ণা বলেন, এ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে একটি যৌথ কৌশল উন্নয়নের প্রয়োজন ছিল।

গত জুলাইয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খাঁর এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার মধ্যে এক বৈঠকের পর দেশ দুটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়।

গত সপ্তাহে পাকিস্তান ‘সর্বাধিক আনুকূল্যপ্রাপ্ত দেশ’  হিসেবে ভারতের নাম ঘোষণা করেছে। ফলে, দেশ দুটির মধ্যে পণ্য আদান- প্রদানে বিরাজমান বাঁধাগুলো  দূর হয়।

১৯৪৭ সালের দেশ বিভাগের পর ভারত-পাকিস্তানের মধ্যে মোট তিনবার যুদ্ধ হয়। কিন্তু এই অঞ্চলের  স্থিতিশীলতার জন্য দেশ দুটির মধ্যে সুসম্পর্কের কোন বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।