ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের গুজরাট দাঙ্গায় ৩১জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, নভেম্বর ৯, ২০১১
ভারতের গুজরাট দাঙ্গায় ৩১জনের যাবজ্জীবন

গুজরাট: ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি ভারতের গুজরাট রাজ্যে এক সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক ডজন মুসলিমকে পুড়িয়ে মারার অপরাধে দেশটির একটি আদালত ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

তাদের বিরুদ্ধে  হত্যা, হত্যা চেষ্টা, আগুন লাগানো, দাঙ্গা বাঁধানো এবং এসব অপরাধের পরিকল্পনার ষড়ন্ত্রের অভিযোগ আনা হয়।



২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি সরদারপুরা গ্রামের কাছে যেখানে ৩৩ জন মুসলমানকে হত্যা করা হয়, সেখানেই এই বিশেষ আদালত বসে।

এসব দ-প্রাপ্তরা একটি ভবনে ৩৩ জনকে পুড়িয়ে হত্যা করেন। উপযুক্ত প্রমাণের অভাবে আরও ৪২জনকে, যাদের বেশিরভাগই হিন্দু, খালাস দিয়েছেন আদালত।

একটি ট্রেনে আগুন লাগিয়ে ৬০ হিন্দু তীর্থযাত্রীকে পুড়িয়ে মারার পর  এক হাজারেরও বেশি জনকে, যাদের বেশিরভাগই মুসলিম হত্যা করা হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা।

এই মামলায় মুসলমানদের বিরুদ্ধে ট্রেনে আগুন লাগানোর জন্য দোষারোপ করা হয় এবং হিন্দুদের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে গুজরাট রাজ্যের শহর এবং গ্রামের মুসলমানদের ওপর পাল্টা হামলা চালানোর অভিযোগ আনা হয়। তিন দিন ধরে এই সহিংসতা চলে।

মানবাধিকার কর্মীরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই হামলায় বন্ধ করতে যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং দেরি করার অভিযোগ আনেন।

নরেন্দ্র মোদি তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং এজন্য তিনি কখনো ক্ষমা চাননি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।