ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় সহিংতায় নিহতের সংখ্যা ৩,৫০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, নভেম্বর ৯, ২০১১
সিরিয়ায় সহিংতায় নিহতের সংখ্যা ৩,৫০০

বৈরুত: সিরিয়ায় সহিংসতায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩,৫০০ জনে উন্নীত হয়েছে। জাতিসংঘ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।



জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার  বিষয়ক সংস্থার মুখপাত্র রাভিনা সামদাসানি জানান, গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা  কমপক্ষে ৩,৫০০ জনে উন্নীত হয়েছে। তবে সঠিক সংখ্যা এর চেয়ে বেশি বলে দাবি সংস্থাটির।  

তিনি বলেন, ‘রক্তপাত বন্ধে  আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ সত্ত্বেও সরকার ব্যর্থ হয়েছে এবং এই পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন। ’

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে রাভিনা সামদাসানি বলেন, ‘সিরিয়ার ভেতরের এবং এবং বাইরের অনেক বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্য সংগৃহীত হয়েছে এবং জাতিসংঘের  মানবাধিকার সংগঠন পরে সেগুলোকে একত্রিত করেছে। ’

সহিংসতা শুরুর পর থেতে সিরিয়ায় যে সব শহরে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে হোমস তার মধ্যে অন্যতম। গত এক সপ্তাহেও সেখানে কমপক্ষে ১১০ জন লোক নিহত হয়েছে। সিরিয়াতে এখন প্রতিদিনই নিহত লোকের সংখ্যা বাড়ছে।

সিরিয়াতে হোমস শহরে ঈদের দিনেও হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এই হামলায় অন্তত ২৩জন নিহত এবং অনেকেই আহত হয় বলে জানান বিক্ষোভকারীরা।

অনেক সিরীয় এটাকে দেখছেন সমাজের  ভাঙন হিসেবে। সিরিয়াতে ‘আরব বসন্তের’ পথ ধরে মার্চ থেকে আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়।  

এর আগে জাতিসংঘ জানিয়েছিল সিরিয়াতে এ পর্যন্ত নিহত লোকের সংখ্যা কমপক্ষে ৩,০০০জন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।