ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

প্রাণ গেলো শত মানুষের প্রাণ বাঁচানো সেই যুবকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, অক্টোবর ১, ২০১৮
প্রাণ গেলো শত মানুষের প্রাণ বাঁচানো সেই যুবকের জিনেশ জেরোনি বাঁচিয়েছেন হাজারও মানুষের জীবন

ঢাকা: ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় ঘটে গেছে শতাব্দীর ভয়াবহ বন্যা। এ বন্যায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। ঘরহারা হয়েছেন অনেকে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্রের উপযুক্ত উদাহরণ হয়ে দাঁড়ায় কেরালা। সেই বন্যায় ত্রাতা হিসেবে আর্বিভূত হয় একদল যুবক। তারা প্রাণ বাঁচান হাজারও মানুষের। পুরো কেরালায় পরিচিতিও পান।

‘কোস্টাল ওয়ারিয়র্স গ্রুপ’ নামে সেই দলটির অন্যতম একজন সদস্য ২৩ বছর বয়সী জিনেশ জেরোনি। পেশায় তিনি মৎস্যজীবী।

কিন্তু মানবসেবার মহৎগুণটি তার পরম ধর্ম। তার নজিরও স্থাপন করেছেন তিনি। কেরালার বন্যায় বাঁচিয়েছেন হাজারও মানুষের জীবন।  

শনিবার (২৯ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীকে বিদায় জানান এ যুবক। অবশ্য স্বাভাবিক মৃত্যু ছিল না সেটি। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নিভে যায় একটি কল্যাণকামী প্রাণ। পরম হিতৈষী সেই যুবকের মৃত্যুতে শোকের মাতম লেগেছে কেরালায়।  

‘কোস্টাল ওয়ারিয়র্স গ্রুপ’ এর আর এক সহযাত্রী জন ম্যাথিউ বলেন, তাকে হাসপাতালে নিতে দেরি হয়ে যায়। তার অঝোরে রক্ত ঝড়ে। প্রায় আধা ঘণ্টাখানেক সময় তিনি একাই কাটান।  

মানবপ্রেম যে মহৎগুণ তা উঠে আসে ম্যাথিউয়ের বক্তব্যে। তিনি বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে থিরুভানাথাপুরমের হাসপাতালের সামনে ছুটে আসেন অনেক মানুষ। তারা সবাই রক্ত দিতেই ছুটে আসেন। তার রক্তের গ্রুপ ছিল বিরল, বি নেগেটিভ গ্রুপের। কিন্তু তারপরও একশ’র বেশি মানুষ রক্ত দিতে ছুটে আসে।  

স্থানীয় সংসদ সদস্য শশী থারুরসহ অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

গতমাসে কেরালা রাজ্য সরকার ‘কোস্টাল ওয়ারিওরস গ্রুপ’কে বিশেষ সম্মানে ভূষিত করে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।