মিলান: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বের্লোসকুনি আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করবেন। দেশটির প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো এবিষয়ে জানিয়েছেন।
নাপোলিতানো আরও জানায়, ‘সকল বিতর্ক এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তার পদত্যাগ করার প্রতিশ্রুতি রাখবেন। ’
ইতালির ইউরো জোন অংশীদারদের প্রস্তাবিত অর্থনৈতিক পুনর্গঠনের প্রস্তাব যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
বাজেট ভোটে হেরে যাওয়ার পর বের্লোসকুনি মঙ্গলবার তার পদত্যাগের বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। আর বের্লোসকুনির এই ঘোষণার পর থেকেই বলা হচ্ছিল, ইউরোজোনেরে ঋণ সংকট মোকাবেলা পরিস্থিতির পরবর্তী শিকার হচ্ছেন বের্লোসকুনি ।
প্রেসিডেন্ট আরও বলেন, ইতালির অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কয়েকদিনের মধ্যেই আইন প্রনয়ন করা হবে। একই সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান।
নতুন সরকার গঠনের বিষয়ে প্রেসিডেন্ট বলেন, ‘অল্প সময়ের মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। অথবা সংসদ এই পরিষদ ভেঙ্গে দিয়ে ইলেকটোরাল ক্যাম্পেইনের দিকে যাবে। ’
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১