ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফের ভূমিকম্প তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, নভেম্বর ১০, ২০১১
ফের ভূমিকম্প তুরস্কে

আঙ্কারা: তুরস্কে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে অন্তত পাঁচজন মৃত এবং অনেকেই আহত হয়েছেন।

তবে আশংকাজনক হারে মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বলে জানায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা।

এবারের ভূমিকম্পটি আঘাত হেনেছে গতবারের আঘাতের শিকার ভ্যান সিটি থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে। মাত্র তিন সপ্তাহ আগেই আরেক প্রলয়ংকরী ভূমিকম্পে কমপক্ষে সাড়ে পাঁচশর বেশি মানুষ মারা গেছে একই জায়গায়।

বুধবার স্থানীয় সময় রাত নয়টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের প্রাথমিক ধাক্কায় দুইটি হোটেলসহ অন্তত ১৪টি ভবন ধসে পড়েছে বলে জানায় তুরস্কের রাষ্ট্রায়াত্ব গণমাধ্যম।

বার্তা সংস্থ‍াটি আরও জানায়, ‘প্রায় শতাধিক মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। আহত অবস্থায় উদ্ধারকরা ১১ জনকে ইতোমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

ভূমিকম্প পরবর্তীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু ভ্যান সিটিতে যান। পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ভূমিকম্প পিড়ীত ভ্যান সিটিবাসীদের।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।