মুম্বাই: মুম্বাই হামলাকারী আজমল কাসাবকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। মুম্বাই সফরকালে ভারতীয় সংবাদিকদের তিনি একথা বলেন।
কাসাবের মৃত্যুদন্ড দাবি করে মঙ্গলবার তিনি বলেন, ‘কাসাব একজন সন্ত্রাসী। সে একজন রাষ্ট্রবিরোধী এবং ফাঁসির যোগ্য মানুষ। ’
মালিক আরও বলেন, ‘ভারতে একটি বিচার বিভাগীয় কমিশন পাঠানোর জন্য অপেক্ষা করছে পাকিস্তান সরকার। ভারত সরকারের কাছ থেকে যদি আমরা যথেষ্ট প্রমাণ পাই তাহলে আমাদের দেশেই আমরা বিচার করবো অভিযুক্তদের। ’
ওই কমিশন ভারতে একসময় যাবে এবং পাকিস্তানেই বিচার করা যায় কিনা সেবিষয়ে অনুসন্ধান করে দেখবে। ঘটনা যখন সেখানে ঘটেছে সেহেতু অনুসন্ধানের জন্য সেখানেইতো যেতে হবে। আর তখনই একমাত্র সন্তোষজনক বিচারসংক্রান্ত বিবৃতি দেওয়া সম্ভব বলেও জানান মালিক।
ওই বিচার বিভাগীয় কমিশন কতদিন ভারতে থাকবে সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘এই কমিশন সর্বোচ্চ তিন থেকে চারদিন থাকবে। আপনারা তাদের অতিথি হিসেবেই নিতে পারেন। ’
বিচার কবে নাগাদ শেষ হবে এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতদ্রুত রিপোর্ট আসবে। তত দ্রুতই বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এত আগেই বলা যাচ্ছে না কত সময় লাগবে। ’
পাকিস্তান তাদের সন্ত্রাসী তালিকা থেকে জামায়াত-উদ-দাওয়া’কে বাদ দিয়েছে এমন এক প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘তথ্য মাত্রই প্রমাণ নয়। তাদেরকে সন্ত্রাসী তালিকায় রাখার জন্য চাই চাই নিরেট প্রমাণ। ’
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১