বেইজিং: চীনের একটি সেনা ব্যারাক থেকে অস্ত্র এবং গুলিসহ ৪জন সৈন্যে পালিয়ে গেছে। চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলীর ওয়েব সাইটে এই খবর প্রকাশিত হয়।
এদিকে পালিয়ে যাওয়া সৈন্যদের মধ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয় বলে একটি মাইক্রোব্লগ ওয়েব সাইট জানিয়েছে। পলাতক অপর সেনাকে পুলিশ আটক করেছে।
চীনের জিলিন শহরের একটি সেনা ব্যারাক থেকে এই পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেল ঘটনার বর্ণনা দিয়ে বলে ১৮ থেকে ২৩ বছর বয়সী এই চার সেনা পালানোর সময় জিলিন শহর থেকে ৩০০ মাইল দুরের শহর ইয়ানকুইতে পুলিশের ফাঁদে পড়ে । এসময় ঘটনাস্থলে গোলাগুলিতে পলাতক তিনজন সৈন্য নিহত হয় এবং অপরজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
এদিকে সশস্ত্র সৈন্যদের পালিয়ে যাওয়ার ঘটনায় জিলিন শহরে কর্তৃপক্ষ ব্যাংক এবং জুয়েলারির দোকানগুলিতে সর্তকতা জারি করে।
সৈন্যদের পালিয়ে যাওয়ার ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১