ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লুকাস পাপাডেমোস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, নভেম্বর ১০, ২০১১
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লুকাস পাপাডেমোস

এথেন্স: রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আলাপ আলোচনার পর ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট লুকাস পাপাডেমোসকে (৬৪) গ্রিসের প্রধানমন্ত্রী করার জন্য সুপারিশ করেছে।

পাপাডেমোস বলেন, গ্রিসের ‘সংকটময় মুহূর্তে’ তাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।



গ্রিসের প্রধান তিনটি রাজনৈতিক দল আলাপ আলোচনার পর একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে যেখানে পাপাডেমোসকে প্রধানমন্ত্রী করা হচ্ছে।

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর এ সিদ্ধান্তের প্রেক্ষিতে গ্রিসের জনগণ দেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন এবং তারা খুব শিগগিরই ঋণ সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পাপাডেমোস ইউরোজোনের অংশীদার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বে ঋণ সংকট কাটিয়ে উঠতে যে পকল্প ঘোষণা করেছে তার অংশ হিসেবে ১৩০ বিলিয়ন ইউরোর একটি প্রস্তাব অনুমোদন করবেন।

বিবিসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে গ্রিসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপর থেকে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।