ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী তালেবান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, নভেম্বর ১০, ২০১১
আফগানিস্তানে আত্মঘাতী তালেবান হামলা

কাবুল: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গভর্ণরের কার্যালয়ে আত্মঘাতী তালেবান বিদ্রোহীরা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে তাৎক্ষণিকভাবে কমপক্ষে একজন আফগান নিরাপত্তা কর্মী এবং বেশ কয়েকজন বিদেশি সৈন্য আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পাকতিয়া প্রদেশের ডেপুটি গর্ভণর আব্দুল রহমান মঙ্গাল বৃহস্পতিবার জানান, একজন আতœঘাতী বোমা হামলাকারী একটি বিষ্ফোরক ভর্তি যান নিয়ে সামকানি জেলায় অবস্থিত ওই ভবনটির  প্রধান ফটকটি উড়িয়ে দেয়।

এরপরই অপর একদল হামলাকারী মেশিনগান, রকেট প্রোপাইল গ্রেনেড নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করা পর শুরু হয় লড়াই। লড়াই এখনও অব্যাহত আছে। এই হামলায় গভর্নরের একজন দেহরক্ষী নিহত হয়েছে বলে কর্মর্কতারা জানান।

আর্ন্তজাতিক গণমাধ্যম জানায়, ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে সরকারের বৈঠক চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হাজী মোহাম্মদ ইসা নামের একজন উপজাতীয় বয়োজৈষ্ঠ ব্যক্তি জানান, তিনি জেলা গভর্নরের পাশে বসে থাকা অবস্থায় প্রচ- বিষ্ফোরণের আওয়াজ পান। এর পর থেকেই লড়াই চলছে।

পূর্ব আফগানিস্তানে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীর (ইসাফ) একজন মুখপাত্র মাষ্টার সার্জেন্ট নিক কর্নার হামলার সত্যতা স্বীকার করে বলেন, আফগান বাহিনীর সঙ্গে তারাও তালেবান হামলার মোকাবেলা করছে।

তিনি আরও জানান, হামলায় এখন পর্যন্ত তিনজন কোয়ালিশন সেনাসহ দুইজন আফগান পুলিশ সদস্য আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।