ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আবারও পাথর ছুড়ে মা মেয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, নভেম্বর ১১, ২০১১
আফগানিস্তানে আবারও পাথর ছুড়ে মা মেয়ে হত্যা

কাবুল: আফগানিস্তানে মধ্যযুগীয় কায়দায় আবারও পাথর ছুড়ে হত্যা করা হয়েছে মা মেয়েকে। দেশটির গজনি প্রদেশে একদল স্বশস্ত্র লোক এই হত্যাকাণ্ড করেছে বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ।



আফগান কর্তৃপক্ষ দাবি করছে এই কাজের জন্য দায়ি তালেবানরা। তালেবানরাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ি বলে কর্তৃপক্ষ জানায়, ওই বিধবা এবং তার মেয়েকে ‘নৈতিক স্খলন এবং ব্যভিচারি’ এই অভিযোগে হত্যা করেছে তালেবানরা।

বৃহস্পতিবার গজনি শহরের খাওজি হাকিম এলাকায় এ ঘটনা ঘটে।
 
তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে বলে জানায় গজনি পুলিশ কর্তৃপক্ষ।
 
নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ জানায়, যে বাড়িতে ওই বিধবা এবং তার মেয়ে থাকতে সেই বাড়ি থেকে তাদের টেনে হিচড়ে বের করে আনে একদল স্বশস্ত্র লোক। এরপর তাদের পাথর ছুড়ে হত্যা করে তারা। এমনকি ঘটনার সময় প্রতিবেশিরা এই কাজে বাধাও দেয়নি এবং কর্তৃপক্ষকে জানায়ওনি পর্যন্ত।
 
কর্তৃপক্ষ আরও জানায়, কয়েকজন ধর্মীয় নেতা শহরের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফতোয়া দিচ্ছে। ব্যভিচারের(তালেবানদের ভাষ্য মতে বোরকা না পড়ে বেরুলেও ব্যভিচারের সামিল) সঙ্গে যুক্তদের হত্যা করা উচিত বলেও তারা ফতোয়া দিচ্ছে।

গত বছর এই গজনি শহরেই তালেবানদের হাতে এক শ্বাশুড়ি এবং পুত্রবধু নিহত হয়।

চলতি বছরে গজনিতে এধরনের সহিংস ঘটনা প্রকট আকার ধারন করেছে বলে জানায় শহরের অনেক বাসিন্দাই।

কান্দাহার এবং কাবুলের মধ্যকার জায়গা হলো গজনি। আর তাই বাণিজ্যিক কেন্দ্রস্থল হিসেবেও বেশ পরিচিত এই শহর।

একজন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী জানায়, এই অঞ্চলের মোট ১৮টি জেলার মধ্যে মাত্র সাতটি জেলার নিয়ন্ত্রন রয়েছে আফগান সরকারের হাতে। বাকী জেলাগুলো এখনও সরাসরি তালেবান শাসিত।
 
তালেবানরা প্রদেশিক রাজধানীর কেন্দ্রিয় বিবাহস্থলে সকল প্রকার উৎসব উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে ইতোমধ্যেই। পুরুষরা যদিওবা উদযাপন করতে পারবে কিন্তু কোনো নারী এতে অংশগ্রহন করতে পারবে না এবং গান বাজনা বাজানো যাবে না। এমনকি এই নিষেধাজ্ঞা কিছু জেলার প্রতিটি বাড়িতে বাড়িতে জারি আছে।

প্রাদেশিক রাজধানীর বেশকিছু রেডিও স্টেশনে খুব ঘটা করে বাজানো হয় তালেবানদের গান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।