তেহরান: কোনো দেশ যদি ইরানে হামলা চালায় তাহলে আমরাও পাল্টা চড় দেওয়ার জন্য প্রস্তুত বলে জানালেন আলী খামেনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান হামলা পরিকল্পনার পাল্টা জবাব দিতে এমনটি বললেন ইরানের ইসলামিক রেভ্যুলেশনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ সাঈদ আলী খামেনি।
তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে মনেও ইরানকে হামলা করার চিন্তা করে থাকে তাহলে তার এও চিন্তা করে রাখা উচিত ইরানের সেনাবাহিনীও পাল্টা আঘাত হানতে সক্ষম। ইরানের রয়েছে সিপাহ এবং বাসিজের মতো প্রশিক্ষিত বাহিনী। ’
এদিকে যেকোনো মূল্যে প্রয়োজনে সেনাবাহিনী প্রয়োগ করে হলেও ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করতে হবে আবারও প্রত্যয় ব্যাক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও ইরানের পরমাণু কেন্দ্র গুলোতে হামলা চালানোর জন্য প্রস্তুত বলে তারা জানিয়েছে।
খামেনি আরও বলেন, ‘শত্রুপক্ষ, বিশষত যুক্তরাষ্ট্র, তার পুতুলেরা এবং জিওনিস্টদের বোঝা উচিত ইরান কোনো দেশ বা জাতিকে আক্রমণ করেনি। কিন্তু যদি কেউ আমাদের আক্রমন করে তাহলে আমাদেরও আক্রমন করতে হবে। কারণ তখন আমরা হবো আক্রান্ত এবং তারা হবে আক্রমনকারী। ’
ইরানের মানুষ ওই জাতি নয় যে তারা শুধু অলসভাবে বসে থাকবে এবং চেয়ে চেয়ে দেখবে বলেও জানায় খামেনি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১