ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতায় প্রকাশিত হল শেখ হাফিজুর রহমানের রাইকৃষ্ণ পদাবলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, নভেম্বর ১১, ২০১১
কলকাতায় প্রকাশিত হল শেখ হাফিজুর রহমানের রাইকৃষ্ণ পদাবলী

কলকাতা: বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও বঙ্গবন্ধু মেমেরিয়াল ট্রাস্ট্রের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ রাইকৃষ্ণ পদাবলীর গীতিআলেখ্যর ডিভিডি প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার স্ন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠানিকভাবে এ কাব্যগ্রন্থের ডিভিডি প্রকাশ করা হয়েছে।



এদিন সাতকাহণের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসকন প্রাঙ্গনে।

ডিভিডি টির মোড়ক উন্মোচন করেন কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশনার মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কন্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, কন্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ, কন্ঠ শিল্পী মনোময় ভট্টাচার্য, রবীন্দ্র্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. করুণাসিন্ধু দাস, সাতকাহনের কর্ণধার ও সুরকার রতœা চৌধুরী প্রমুখ।

কবিগুরুর রচিত ভানু সিংহের পদাবলী ও কবি বিদ্যাপতির রাধাকৃষ্ণকে নিয়ে রচিত পদগুলির অনুপ্রেরণায় এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছে বলে জানিয়েছেন লেখক।

রাইকৃষ্ণ পদাবলীর সংক্ষিপ্ত অংশ নিয়ে একটি ড. মহুয়া মুখার্জির পরিচালনায় গৌড়িয় নৃত্য পরিবেশন করেন ভারত-বাংলাদেশের নৃত্যশিল্পীরা।

বাংলাদেম সময়: ১৬০৩ ঘন্টা, নভেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।