ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে হামলার প্রশ্নে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সর্তক অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, নভেম্বর ১১, ২০১১
ইরানে হামলার প্রশ্নে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সর্তক অবস্থান

ওয়াশিংটন: ইরানের ওপর সামরিক হামলা চালানো হলে তা শেষ পর্যন্ত প্রত্যাশিত ফলাফল বয়ে নাও আনতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেট্টা।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলেও তা ইরানের পারমাণবিক সামর্থ্যকে শুধুমাত্র তিন বছরের জন্য পিছিয়ে দিতে পারে।



তবে বিশ্লেষকদের মন্তব্য, এই মন্তব্যের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার জন্য সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলার সম্ভাবনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের ক্ষেত্রে আবারও ধোঁয়াশার সৃষ্টি হল।

গত বৃহস্পতিবার প্রকাশিত ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপারে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ‘আইএইএ’ এর এক  রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

এই রিপোর্টে বলা হয় ইরান পারমাণবিক অস্ত্র বানানোর জন্য তার পারমাণবিক গবেষণাকে এগিয়ে নিচ্ছে।

ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে লিওন প্যানেট্টা ওয়াশিংটনে বলেন ‘আপনাকে এখানে অপ্রত্যাশিত যে কোন ফলাফলের ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে হবে। ’

প্যানেট্টা আরও বলেন, ইরানকে তার পারমাণবিক উদ্দেশ্য থেকে সরানোর জন্য তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলেও তা ব্যর্থ হতে পারে।

তিনি বলেন, সামরিক পদক্ষেপ এই অঞ্চলের পরিস্থিতির উপর মারাত্বক প্রভাব ফেলবে। এই হামলা এই অঞ্চলে এযাবৎ মোতায়েনকৃত মার্কিন বাহিনীর নিরাপত্তার ওপরও মারাত্মক প্রভাব সৃষ্টি করবে।

তিনি সর্তকতা ব্যক্ত করে বলেন, সব দিক বিবেচনা করেই ইরানের বিরুদ্ধে  সামরিক পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।