ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডেনিস রস পদত্যাগ করেছেন।
এ নিয়ে গত ছয় মাসের মধ্যে ওবামা প্রশাসনের দুই জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পদত্যাগ করলেন।
রস হোয়াইট হাউজে দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আরব বসন্তের পরিপ্রেক্ষিতে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
তার পদত্যাগের ব্যাপারে হোয়াইট হাউজ বলেছে, রস তার জাতীয় নিরাপত্তা পরিষদের পদ থেকে এ বছরের শেষ নাগাদ সরে যাবেন।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের তথ্য সচিব জে কারনি বলেন, রস ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সর্ম্পক গভীর করার পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন।
এছাড়া তিনি ইরান বিষয়ে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
কারনি বলেন, ইরান সরকারের ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের নজিরবিহীন চাপ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রস। সেই সঙ্গে এই অঞ্চলে গণতান্ত্রিক পরির্বতনে সমর্থনও দিয়েছেন তিনি।
পূর্ণ সদস্য পদের দাবি নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘে যাওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন রস। ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা নতুন করে শুরু করার ব্যাপারে উভয় পক্ষকে রাজি করতে মার্কিন উদ্যোগের পক্ষে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেন।
কিন্তু তার এই উদ্যোগ ব্যর্থ হয়। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১