ঢাকা: ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক নিউজফিডের সম্প্রতি বাদ দেওয়া ফিচার আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই ফিচারটি থাকলে ব্যবহারকারীরা নিজস্ব পাতার নিউজফিড নিজের পছন্দ মতো সাজাতে পারবেন।
গত সেপ্টেম্বরে ফেসবুকে একটি আপডেট আনা হয়। এর মাধ্যমে পাতার নিউজফিড নিজের পছন্দ অনুসারে ব্যক্তিগত পত্রিকার মতোই সাজানো যায়। কিন্তু পরে ‘টপ স্টোরিজ’ এবং ‘মোস্ট রিসেন্ট’ নামে অপশন দিয়ে কর্তৃপক্ষের পছন্দ মতো নিউজফিড সাজানো হয়।
এতে ব্যবহারকারীরা ক্ষুব্ধ হন, কারণ নিজের পছন্দের মূল্য না দিয়ে ফেসবুক কর্তৃপক্ষের পছন্দের ওপর নির্ভর করতে বাধ্য করা হয় ব্যবহারকারীদের।
তবে সমালোচনার মুখে গত বুধবার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীর পছন্দ মতো সংবাদ শ্রেণীবিন্যাসের নতুন একটি টুল তারা আবার সংযোজন করছে।
ফেসবুকের মার্ক টোনকেলোভিৎক একটি ব্লগে লিখেছেন, এখন আপনি আপনার নিউজফিড সাজাতে পারবেন। প্রথমেই থাকবে সর্ব সাম্প্রতকি সংবাদ এবং এর আগে চাইলে আপনার বিবেচনায় গুরুত্বপূর্ণ সংবাদ রাখতে পারবেন।
নিরাপত্তাসহ ফেসবুকের অন্য অনেক টুইকের ব্যাপারে ব্যবহারকারীদের সমালোচনার শেষ নেই। কিন্তু ছয় সপ্তাহ আগে নিউজফিডের পরিবর্তন নিয়ে তারা সমালোচনায় মুখর হয়ে ওঠেন। এরপরই কর্তৃপক্ষ এই ঘোষণা দিল।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১