ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে গুলি, ওয়াশিংটনে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, নভেম্বর ১২, ২০১১
হোয়াইট হাউসের সামনে গুলি, ওয়াশিংটনে সতর্কতা

ওয়াশিংটন: হোয়াইট হাউসের সামনে কনস্টিটিউশন এভিন্যিউতে শুক্রবার রাতে গুলির আওয়াজ শোনা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে।



ইউএস পার্ক পুলিশের ডেভিড শুলজার বলেন, হোয়াইট হাউস ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে না বলা হলেও পুরো ওয়াশিংটন জুরে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পুরো হোয়াইট হাউসকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। `

গোয়েন্দা বিভাগের মুখপাত্র এডউইন ডনোভ্যান বলেন, কতিপয় প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শুনেছে। দুটি গাড়ি কনস্টিটিউশন এভিনিউ থেকে ১৭ নম্বর রাস্তার দিকে দ্রুতবেগে যাচ্ছিল। যার মধ্যে একটিকে ২৩ নম্বর রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, গাড়ির চালক রুজভেল্ট ব্রিজের দিকে পালিয়ে গেছে। ওই গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।