মেক্সিকো সিটি: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
হেলিকপ্টারটি কুরনাভাকা থেকে পাশ্ববর্তী রাজ্য মোরেলসে যাচ্ছিল। ওই রাজ্যের আইনজীবিদের সঙ্গে এক আলোচনা সভায় যোগদানের কথা ছিল ব্লেক মোরার।
দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাস্ট্র সচিব ফিলিপ জামুরা ক্যাস্ত্রো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সচিব জোশে আলফ্রেডো গার্সিয়া মেডিনাসহ মোট আটজন মারা যায়। আর এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াই দায়ি বলে জানান দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন।
৪৫ বছর বয়সী মোরা গতবছর মন্ত্রীত্ব পান। এরপর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। মেক্সিকোর মন্ত্রীসভায় মাদকের বিপক্ষে একমাত্র সরব এবং বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন মোরা।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। মেক্সিকোর বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, দুর্ঘটনার সময় আকাশে যথেষ্ট মেঘ ছিল।
সরকারের মুখপাত্র আলেজান্দ্রা সোতা বলেন, ‘দুর্ভাগ্যবশত স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সহকারীদের হেলিকপ্টারে মৃত অবস্থায় পাওয়া গেছে। ’
এদিকে ফ্রান্সিসকো ব্লেক মোরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও জাতিসংঘসহ পশ্চিমা বিভিন্ন দেশও শোক জানায় তার মৃত্যুতে।
মোরা ছিলেন মেক্সিকোর মন্ত্রীসভার একজন সিনিয়র সদস্য এবং প্রেসিডেন্টের পরের সারির একজন ক্ষমতাধর ব্যক্তি। ১৯৯০ সালের মাঝামাঝি মোরা তার রাজনৈতিক জীবন শুরু করেন। প্রথমে তিনি ছিলেন বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।
মেক্সিকোর মাদক ব্যবসার বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য বেশ সুপরিচিত ছিলেন তিনি দেশবাসীর কাছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১