ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সরাসরি গণতন্ত্রের কথা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, নভেম্বর ১২, ২০১১
সরাসরি গণতন্ত্রের কথা বললেন পুতিন

মস্কো: রাশিয়ার সরকার জনগণের বিশ্বাস হারিয়েছে বলে মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

আর এই বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সরাসরি গণতন্ত্র দরকার বলেও তিনি মন্তব্য করেছেন।



সাংবাদিকদের সামনে পুতিন বলেন, ‘রাশিয়ায় ক্ষমতা অনেকটাই কেন্দ্রীভূত হয়ে আছে। প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ৮০ শাতংশ আদেশই কোনো না কোনোভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে। যার কারণে এই ক্ষমতা কাঠামোর ওপর কেউই বিশ্বাস রাখতে পারছে না। ’

১১ বছর আগে পুতিন যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন রাশিয়ার অবস্থা ছিল খুবই সঙ্কটময়। যে কোনো মুহূর্তেই গৃহযুদ্ধের আশঙ্কা ছিল। এই অস্থিতিশীল অবস্থা স্থিতিশীল করতে প্রতিটি অঞ্চলেই নির্বাচন দেওয়া থেকে শুরু করে নানা উপায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও দাবি করেন পুতিন।

ভালদাই ক্লাবে আলোচনাকালে পুতিন আরও বলেন, ‘রাশিয়ার ক্ষমতাকাঠামো এবং ট্যাক্স ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি এই অবস্থা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে পারি। কিন্তু খুব সতর্কভাবে আমাদের এগুতে হবে। সরসারি গণতন্ত্র কিভাবে প্রয়োগ করা হবে, এ বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। কিন্তু সেই পরিকল্পনাগুলো প্রকাশ করার মতো অতটা নিরেট করা হয়নি এখনও। যুক্তরাজ্য বলছে, সরাসরি গণতন্ত্রের দিকে যেতে আমাদের চারশ বছর সময় লাগবে। কিন্তু আমাদের হাতে অত সময় নেই। ’

আঞ্চলিক গভর্নরদের ওপর দিনে দিনে বেড়ে ওঠা অসন্তোষের ব্যাপারে ক্রেমলিনের করা এক জরিপের পরই পুতিন এমন মন্তব্য করলেন। জরিপে দেখা যায়, পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির আঞ্চলিক গভর্নররা ভোট পেয়েছে মাত্র বিশ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।