ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঐশ্বরিয়ার কন্যা সন্তান কামনা করেন তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, নভেম্বর ১২, ২০১১
ঐশ্বরিয়ার কন্যা সন্তান কামনা করেন তসলিমা

নয়াদিল্লি: সাবেক বিশ্বসুন্দরী বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের কন্যা সন্তান কামনা করেছেন বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমি ঐশ্বরিয়া রাইকে ভালোবাসি।

কিন্তু যখন ঐশ্বরিয়ার কন্যা সন্তান কামনা করেছি তখন মানুষ আমাকে জিজ্ঞেস করছে, আমি কেন ঐশ্বরিয়াকে ঘৃণা করি?’

আরেক টুইটের জবাবে তসলিমা লেখেন, ‘আপনারা কেন এমনটি ভাবছেন, যদি আমি বলি একটি কন্যা শিশু হোক, যে শিশুটি সুস্থ সবল নয়?’

কন্যা শিশুর পক্ষে ওকালতি করার কারণ  ব্যাখ্যায় তিনি লেখেন, ঐশ্বরিয়ার কন্যা সন্তান হলে লাখ লাখ দম্পতি তাদের অনাগত কন্যা সন্তানকে হত্যা করা থেকে বিরত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।