ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উপ-নির্বাচনে অংশ নিতে পারেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, নভেম্বর ১২, ২০১১
উপ-নির্বাচনে অংশ নিতে পারেন সু চি

ইয়াংগুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠেয় একটি উপ-নির্বাচনে অংশ নিতে পারেন। শনিবার দলের একজন মুখপাত্র এই কথা বলেছেন।



মিয়ানমার সরকার সম্প্রতি রাজনৈতিক দলের নিবন্ধন আইনে পরিবর্তন আনার পর সু চির এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনা দেখা গেলো।

বহুদিন সামরিক শাসনের অধীনে থাকার গত বছর ক্ষমতাসীনদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন বর্জনের কারণে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এএলডি) নিবন্ধন বাতিল করা হয়। গত শুক্রবার দলটি আবার নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হলে রাজনীতিতে ফিরে আসার পথে সুচির সামনে আর বাধা থাকবে না।

এনএলডির মুখপাত্র নয়ন উইন বলেন, ‘পার্টির পুননিবন্ধন করা হবে এবং আসন্ন উপ-নির্বাচনে দাউ সু’র অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দাউ শব্দটি মিয়ানমারে শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

তবে ওই উপ-নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে তার দিন-তারিখ ঘোষণা করা হয়নি। তবে পার্লামেন্টের দুই কক্ষ মিলে এখন্ও ৪০টি আসন খালি রয়েছে।

মিয়ানমারে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয় এনএলডি। কিন্তু তারা ক্ষমতা নিতে পারেনি। সামরিক সরকার জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে থাকে এবং সু চিকে গৃহবন্দি করে। পরে ২০১০ সালে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।