লক্ষ্ণৌ: এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর ওপর একহাত নিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী।
রাজধানী লক্ষ্ণৌতে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে তার রাজ্য সরকারের সমালোচনা না করে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।
এদিন তিনি বলেন, ‘এখানে রাগ না দেখিয়ে, কংগ্রেস যুবরাজ যদি কংগ্রেস নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের ওপর তার ক্রোধ ঢালেন তাহলে তার জন্য ভাল হবে। ’
কেন্দ্র সরকারের ব্যর্থতার কথা বলতে গিয়ে মায়াবতী মূল্যস্ফীতি ঠেকাতে ব্যর্থ হওয়া এবং তার রাজ্যের প্রতি বিমাতাসুলভ আচরণের উল্লেখ করেন।
তিনি প্রশ্ন করেন, ‘খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেন রাহুলকে রাগায় না?’
উল্লেখ্য, সম্প্রতি উত্তর প্রদেশের ভাদুহি জেলায় স্থানীয়দের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, এই রাজ্যের উন্নয়নের অবস্থা দেখে তিনি দুঃখিত।
উত্তর প্রদেশের কৃষকদের সঙ্গে বেশি মেলামেশার কারণে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী এর আগে রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেছিলেন। জমি অধিগ্রহণ এবং কৃষকদের অধিকার আদায়ের দাবিতে উভয়পক্ষে একাধিকবার সংঘর্ষও হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১