হাওয়াই: জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের প্রতিবেদেনের ব্যাপারে ইরানের কাছে দ্রুত জবাব চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
তিনি বলেছেন, গোপনের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্ঠার পক্ষে আইএইএ’র প্রতিবেদেনে যে তথ্য উঠে এসেছে সে ব্যাপারে ইরানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
গত শুক্রবার হাওয়াই দ্বীপে অনুষ্ঠিত প্রশান্তমহাসাগরের প্রান্তীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় এই কথা বলেন হিলারি।
শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশের প্রতিনিধিরাও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন হিলারি।
সম্প্রতি জাতিসংঘের পরমাণু শক্তি কমিশন এক প্রতিবেদনে দাবি করেছে, ইরান গোপনে পারমাণু অস্ত্রের উন্নয়নে কাজ করছে।
এদিন হিলারী সাংবাদিকদের বলেন, ‘পরমাণু কর্মসূচির ব্যাপারে ইরানের প্রত্যাখান এবং প্রতারণার দীর্ঘ ইতিহাস রয়েছে। কিন্তু আমরা মনে করি, ইরানকে এই প্রতিবেদনের প্রেক্ষিতে উত্থাপিত বিভিন্ন মারাত্মক প্রশ্নের জবাব দিতে হবে। ’
পরমাণু অস্ত্র ইস্যুতে ইরানের ওপর বিদ্যমান চাপ আরও বাড়ানোর জন্য পরবর্তী পদক্ষেপ ঠিক করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলেও জানান হিলারী ক্লিনটন ।
গত শুক্রবার আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা (আইএইএ) ভিয়েনায় ৩৫টি দেশের প্রতিনিধিদের সামনে ইরানের পরমাণু প্রকল্পের গোপন কার্যক্রমের প্রমাণ হিসেবে স্যাটেলাইট ছবি, চিঠি, অবকাঠামো এবং অন্যান্য তথ্য উপস্থাপন করে। এতে দেখানো হয় ইরান গোপনে তার পরমাণু অস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১