টোকিও: ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকদের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার তেজিষ্ক্রয় বিকিরণরোধী পোশাক পরে আন্তর্জাতিক গণমাধ্যমের ৩০ জনেরও বেশি সাংবাদিক ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি ঘুরে দেখেছেন।
গত মার্চে ভয়াবহ ভূমিকম্প এবং পরে সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র। এখানে চারটির মধ্যে তিনটি প্ল্যান্টেই ফাটল দেখা দেয়। ফলে পার্শ্ববর্তী সাগর এবং ভূভাগে তেজষ্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়ে।
এদিন পরিদর্শন শেষে একটি আন্তর্জাতিক গণাধ্যমের সাংবাদিক জানান, ওই এলাকায় এখন দুমড়ে-মুচড়ে যাওয়া উল্টানো ট্রাক, বিধ্বস্ত রিঅ্যাক্টরের অবকাঠামো এবং ধ্বংস্তুপ চারদিকে ছড়িয়ে থাকতে দেখা গেছে।
এর আগে ওই কেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করেছিল জাপান সরকার। তেজষ্ক্রিয়তার মাত্রা অনেক বেড়ে যাওয়া এবং সঙ্কট মোকাবেলা প্রায় অসম্ভব এমন আশঙ্কার সময় সাংবাদিকরা এই আবেদন করেছিলেন।
পরমাণু কেন্দ্রটি দিন দিন স্থিতিশীলতার দিকে যাচ্ছে কর্তৃপক্ষের এই দাবির প্রতি আস্থা সৃষ্টির লক্ষ্যেই সাংবাদিকদের এই পরিদর্শনের আয়োজন করেছে জাপান।
গত মার্চে ভূমিকম্পের পর এই প্রথম সাংবাদিকরা ফুকুশিমা পরমাণু কেন্দ্র স্বচক্ষে দেখলেন এবং ছবি তুললেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১