ভার্জিনিয়া: প্রথম বিশ্বযুদ্ধের স্মরণ দিবস গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘যুদ্ধের জোয়ার এখন ভাটার দিকে। আফগানিস্তান এবং ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার মধ্যদিয়ে এই ভাটা শুরু হয়েছে।
গত ১১ই নভেম্বর আরলিংটনের একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনা বাহিনীর নাম না জানা সৈনিকদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর সময় ওবামা বলেন, ‘দীর্ঘ এক দশক লড়াই শেষে এখন জাতি হিসেবে আমাদের নিজেদের গঠনে কাজ করা দরকার। ’
মার্কিন সামরিক বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘ইরাকের গোত্রীয় দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তাকে সুন্দর ভবিষ্যতের দিকে চালনা করা, আফগানিস্তান থেকে তালেবানদের উচ্ছেদ, আল কায়েদাকে ধ্বংস এবং লিবিয়ায় গাদ্দাফির স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া এসব হচ্ছে তাদের সাফল্যের বিবরণ।
এছাড়া গত ২ মে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যা মিশনে অংশ নেওয়া কমান্ডো সেনাদের প্রশংসা করে ওবামা বলেন, ‘তারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার এক দশক পর আল কায়েদার শীর্ষ নেতার সঠিক বিচার করেছেন। ’
তিনি বলেন, ‘তাদের অবিশ্বাস্য অবদানের কারণেই আমরা আজ এখানে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি, যুদ্ধ এখন সমাপ্তির দিকে। ’
এদিকে মার্কিন সরকারি সমীক্ষা প্রতিবেদন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের ওপর একটি হতাশাজনক চিত্র প্রকাশ করেছে। বেকারত্বের হার বর্তমানে সর্বোচ্চ; জাতীয় গড় ৯ শতাংশ অতিক্রম করে এখন তা ১২.১ শতাংশে পৌঁছে গেছে।
এ প্রসঙ্গে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের এখন সব হাতে কাজ দরকার। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমেরিকানদের প্রয়োজনীয় দক্ষতা এবং শক্তি রয়েছে। নড়বড়ে মার্কিন অর্থনীতিকে পুনর্গঠনের জন্য তাদের অসাধারণ মেধা এবং বিশেষ দক্ষতার প্রয়োজন আছে । ’
২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য নিজের অর্থনৈতিক পরিকল্পনার ও কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেছেন ওবামা। তিনি আশা করেন, তার নতুন সেনারা (৯/১১ প্রজন্ম) আমেরিকার ২১ শতকের সম্ভাবনা এবং সমৃদ্ধিকে নতুন করে নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘অনেকে হতাশার সঙ্গে বলছেন, আমেরিকা তার সেরা দিনগুলো পেছনে ফেলে এসেছে। কিন্তু তারা (৯/১১ প্রজন্ম) এই হতাশাকে অতিক্রম করবে। ’
তিনি বলেন, ‘তাদের বীরেরা শিখিয়ে গেছেন, কোনও হুমকির মুখোমুখি হতে আমেরিকা ভয় পায় না, এমন কোনও বাধা নেই যা তারা অতিক্রম করতে পারে না। ’
আমেরিকার সেরা দিনগুলো এখনও সামনের দিকে অপেক্ষা করছে বলে প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১