তেহরান: ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন সেনা নিহত হয়েছে বলে ইরান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, রেভল্যুশনারি গার্ডের সামরিক ঘাঁটিতেই ওই বিস্ফোরণটি ঘটেছে। অস্ত্র স্থানান্তরের সময় সামরিক ঘাঁটির অস্ত্রগুদামে ওই বিস্ফোরণটি হয়।
একটি হেলিকপ্টার এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় পার্লামেন্ট সদস্য হুসেইন গারুসি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। কারাজ শহরের নিকটে নিদগানেহ গ্রামে এই বিস্ফোরণ ঘটে।
তবে রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র বিস্ফোরণের কারণ জানাতে পারেননি।
ঘটনাস্থলের পাশ্বর্বর্তী ঘর-বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১